রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশপুরে উকড়ির বিলে পাখি পরিদর্শন করলেন সিএফ      

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে উকড়ির বিলে পাখি পরিদর্শন করলেন সিএফ      

ঝিনাইদহ মহেশপুরে উপজেলার উকড়ির বিলে পাখি পরিদর্শন করলেন সিএফ জহিরউদ্দিন আকন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) যশোর সামাজিক বনাঞ্চল ও বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন উকড়ির বিল যার আয়তান ২২৫ একর ঘুরে ঘুরে জীব বৈচিত্র্য ও সেখানে অবস্থানরত অতিথি পাখি পরিদর্শন করেন। 

এসময় সফর সঙ্গী ছিলেন, ঝিনাইদহ বন বিভাগের কর্মকর্তা এসিএফ গিয়াস উদ্দিন, রেঞ্জ অফিসার শফিকুল ইসলাম, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর বন বিভাগ ও প্রকৃতিক প্রেমি সংগঠনের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ। সফর সঙ্গীরা নৌকায় চরে বিলের এক প্রান্ত থেকে অন্য পান্তে অতিথি পাখিদের বিচারণ পরিদর্শন করেন। 

বিল ও পাখি সম্পর্কে এলাকাবাসীর মতামত শুনলে তারা বলেন, সারা বছর পাখি সংরক্ষণের জন্য বিলের এক অংশ পাখির একটি অভয়ারণ্য করার দাবি জানান।

টিএইচ